ভোলায় বাল্বা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

0
38

হারুনুর রশিদ শিমুল ভোলা নিউজ ২৪ ডট কম  ভোলায় নিজের ঘর থেকে তার টেনে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে মোঃ মনসুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত মনসুর আলম ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব চরকালি গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

চর সামাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ মাতাব্বার জাগো নিউজকে জানান, নিহত মনসুর আলম দুপুরের দিকে তার বসতঘর থেকে বৈদ্যুতিক তার টেনে বাহিরে একটি বাল্ব লাগাছিল। ওই সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে আহত হয়। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, নিহত মনসুর আলম একজন ভালো মানুষ ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তার পেটে ব্যথা হওয়ায় সে অফিসে আসেনি। সকাল ১০ টার দিকে তার সাথে আমার ফোনে কথা হয়েছিল। পরে দুপুরের দিকে জানতে পারি সে মারা গেছে। বিষয়টি দুঃখজনক।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY