ভোলায় বর্ষবরনে বর্নিল আয়োজন

0
515

ইয়াছিনুল ঈমন, ভোলা নিউজ ২৪ ডটনেট ।।  ভোলায় জেলা প্রশাসন সহ নানা সংগঠনের আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। ১৪ এপ্রিল (শনিবার) ছিলো বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ দিনটি উদযাপন করে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। ভোলার বিনোদন কেন্দ্র গুলোতেও ছিলো প্রচুর ভিড়, মানুষ পরিবার সহ সময় কাটাতে ভিড় করে এসব কেন্দ্রেগুলোতে।
দিনের শুরুতেই জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব বটমূলে ছিলো স্থানীয় শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীর শিল্পীদের পরিবশেনায় প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক আয়োজন শেষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। ব্যার্নার ফেস্টুন সহ বর্নিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে বাঙালির ঐহিত্য তুলে ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কেউ সেজেছে কৃষক কেউ কামাক,কুমার,বর-বউ,জেলে ইত্যাদি। মঙ্গল শোভাযাত্রাটি ভোলার প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। যাতে অংশনেয় স্কুল কলেজ শিক্ষার্থীরা সহ বিভিন সংগঠনের সদস্যরা। প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সাবেক সচিব এম মোকাম্মেল হক, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক,জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোকতার হোসেন জেলা ও দ্বায়রা জজ ফেরদৌস আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর কবির,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।
ভোলায় বর্ষবরনে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন কওে ভোলার সামাজিক সংগটন হেল্প এন্ড কেয়ার। যেখানে সকলের দামি কাপড় পড়ে বড় রেস্টেুরেন্ট খাওয়াদাওয়া ও ঘোরাঘুরি করার কথা সেখোনে সেচ্ছাসেবী সংগঠন হেল্প এন্ড কেয়ার সদস্যরা সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভোলার শহরের বাংলা স্কুল মাঠে পহেলা বৈশাখ উদযাপন করে। তাদের পহেলা বৈশাখের নতুন কাপড় এবং একত্রে বাঙালির ঐতিহ্য পান্তা খায় হেল্প এন্ড কেয়ারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন, হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা অমি আহমেদ,হেল্প এন্ড কেয়ারের সভাপতি আকলিমা টুকু, সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ,প্রচার ও আইটি সম্পাদক ইমতিয়াজুরর রহমান,এম শরীফ আহমেদ,মোঃ তুনির, মুনিয়া ইসলাম,চাঁদনী,মোঃ রাফসান, মোঃ রাকিব,মোঃ ইমন, মোঃ রাজিব, মোঃশাকিব, সামাদ,শুভ,শামিম,ওয়াহিদ ইমন প্রমুখ।
এছাড়া ভোলার নাট্য সংগঠন ভোলা থিয়েটারও বর্ষ বরনের আয়োজন করে। বিকাল ৪টায় জেলা পরিষদ প্রাঙ্গনে জেলা পরিষদ প্রশাসক আবুদুল মমিন টুলুর সহযোগীতায় ও ভোলা থিয়েটারের আয়োজনে ছিলো বর্ষ বরণ ১৪২৫ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোলা থিয়েটারের শিল্পীদের পরিবশেনায় অনুষ্ঠান দেখতে ভিড় জমায় হাজারো মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ও দ্বায়রা জজ ফেরদৌস আহমেদ,জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক,জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু,পুলিশ সুপার মোকতার হোসেন,অধ্যক্ষ রুহুল আমিন জাহাঙ্গীর,অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল,অধ্যক্ষ শাফিয়া খাতুন,চেম্বার অব কমার্স পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY