আরিফ উদ্দিন রনি/ভোলা নিউজ ২৪ডটনেটঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উদযাপিত হয়। আলোচনা সভা শেষে বাংলাস্কুল মাঠের ভাসানী মঞ্চ থেকে একটি বর্নাঢ্য র্যালী ভোলা শহর প্রদক্ষিন করে ভোলার কেন্দ্রীয় মন্দির মদন মোহন ঠাকুর মন্দিরে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রান হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহন করে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জম্মষ্টমীর শুভ উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক পীর হাবিব।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আ’লীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,ভোলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, ভোলা সদর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাধারন সম্পাদক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে।
ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক অসীম সাহা, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক জয় চন্দ্র দে,সাংগঠনিক সম্পাদক রাজন সাহা, গনসংযোগ সম্পাদক মিঠুন দে, বাসুদেব ভক্ত, রনজিৎ বেপারী। এদিকে র্যালিতে পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার ছিলো।