ভোলায় বঙ্গবন্ধু ক্রিকেট প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
101

স্টাফ রির্পোটার,ভোলা নিউজ২৪।। ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সোমবার(৪জানুয়ারি)সকালে ভোলা জেলা  গজনবী স্টেডিয়ামে ফাইনাল খেলায় লাল দল ২৬ রানের ব্যাবধানে  নীল দল কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে লাল দল  ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উ্ইকেট হারিয়ে ১১৮ করেন। দলের পক্ষে আতিক সব্বোর্চ ৪৯ রান করে।

এছাড়াও সাইমন ২৩ রান করে।  নীল দলের পক্ষে মাহিম ২/১৭ টি ও রাকিন ১/১৭ ইউকেট লাভ করে। জবাবে  নীল দল ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৯২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে লাল দলের পক্ষে  মেহেদী ৪ টি ও আতিক ২ টি উইকেট লাভ করে থাকে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আতিক ও ম্যান অব দ্য টুনামের্ন্ট হয়েছে আবু ছায়েম চৌধুরী অমি।
খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরষ্কার বিতরন করেন  ভোলা জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার। এছাড়াও উপস্থিত ছিলেন  ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,অতিরিক্ত সাধারন সম্পাদক রবিন চৌধুরী,যুগ্ম-সম্পাদক রাজীব চৌধুরী,  ভোলা প্রেস ক্লাবের সহ-সভাপতি জুন্নু রাইহান প্রমুখ।  ভোলা জেলা ক্রীড়া  সংস্থার  আয়োজনে  জেলা প্রশাসন  এর সার্বিক সহযোগিতায় ৩ দল নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

LEAVE A REPLY