ভোলা প্রতিনিধি॥ ভোলায় সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের শোক র্যালিতে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের পিকাপ উঠিয়ে দিয়ে ১২ নেতাকর্মীকে আহত করার অভিযোগ ও পুলিশি মামলায় গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা বিএনপি। রোববার বিকেলে ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি বলেন, গতকাল শনিবার বেলা ১১টার দিকে সাবেক মন্ত্রী আলহাজ্ব মোশারেফ হোসেন শাহজাহানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে প্রশাসনের অনুমতি নিয়ে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যলয় থেকে একটি শোক র্যালি বের হয়। শোক র্যালিতে বিনা কারনে পুলিশ বাঁধা দেয়। এব পর্যায়ে পুলিশ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতকর্মীদের গায়ে তাদের পিকআপ উঠিয়ে দিলে পিকআপের চাপায় বিএনপির প্রায় ১০-১২জন নেতাকর্মী গুরুতর আহত হয়। আহত নেতাকর্মীরা পুলিশি ভয়ে হাসপাতালে না গিয়ে প্রাইভেটভাবে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশি বাঁধা উপেক্ষা করে আমরা শোক র্যালি বের করি। র্যালি থেকে বিনা কারনে এক পুলিশ কর্মকর্তা আমাকে গ্রেফতার করার চেষ্টা করে। কিন্তু নেতাকর্মীদেও ব্যাপক উপস্থিতির কারনে তারা আমাকে গ্রেফতারে ব্যার্থ হয়। পরে বিকেলে পুলিশ শহর থেকে জেলা বিএনপি যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির শোপান, হোসেন মেম্বার, ছাত্রদল নেতা শিপলু, ইলিশার যুবদল নেতা মতিনসহ বিএনপির প্রায় ২০জন নেতাকর্মীকে গ্রেফতার করে। সর্বশেষ বিকালে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যানকে এক নং, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিনকে দুই নং, হুমায়ুন কবির শোপানকে তিন নং আসামী করে লোকামন গোলদার, তরিকুল ইসলাম কায়েদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত প্রায় ২৫০জনকে আসামী একটি মিথ্যা মামলা দায়ের করে। আমার এ মিথ্যা মামলা ও গণগ্রেফাতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসি তদন্তকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ছালাউদ্দিন হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।