ভোলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষন শুরু

0
820
ইয়াছিনুল ঈমন,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার “ঘরে ঘরে চাকুরী”কর্মসূচীকে আরো বেগবান করার লক্ষে ভোলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষন শুরু হয়েছে।বুধবার ভোলা সদরের ৫ টি কেন্দ্রে এই প্রশিক্ষন কর্মশালা শুরু হয়।সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ১-৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দুই শিফটে সরকারি ছুটির দিন ছাড়া প্রশিক্ষন চলবে। প্রশিক্ষনার্থীরা দৈনিক ১০০ টাকা হারে ভাতা পাবেন।
ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি,এস,এম ফিদা হাসান জানান ন্যাশনাল সার্ভিসের ৫ম পর্বের আওতায় ভোলা সদরে এই প্রশিক্ষন শুরু হয়েছে।ভোলা সদরে সকল আবেদন কারীর আবেদন যাচাইবাছাই এর পর মোট ১৩৮৫ জন আবেদনকারী সিলেক্ট হয়েছে যার মধ্যে ১০০০ জনের জন্য প্রশিক্ষনের ব্যাবস্থা করা গেছে।বাকি ৩৮৫ জনের প্রশিক্ষন পরে দেয়া হবে।প্রশিক্ষনার্থীদের ১০ মডিউলের উপর প্রশিক্ষন দেয়া হবে।
তিনি আরো জানান প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের সাটিফিকেট প্রদান করা হবে এবং যোগ্যতা অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ২ বছরের জন্য চুক্তি ভিক্তিক নিয়োগ দেয়া হবে এবং নিয়োগকৃত ব্যাক্তি মাসিক ৬০০০ টাকা হারে ভাতা পাবেন।

LEAVE A REPLY