ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদান

0
13

নিজস্ব প্রতিবেদক ::করোনা মহামারীর কারণে দেশব্যাপী লকডাউন চলকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও সুস্থ মানুষের মাঝে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন এক হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
সকালে ভোলা গজনবী স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশার লোকজনের মধ্যে এসব খাদ্য উপহার বিতরণ করা হয়। খাদ্য উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা জেলা সিভিল সার্জেন ডা. সৈয়দ রেজাউল ইসলাম, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার,ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।
খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল,সাবান-১ টি, মাস্ক-২ টি করে ১ হাজার জন শ্রমজীবী নারী-পুরুষের হাতে এসব খাদ্য উপহারসামগ্রী প্যাকেট তুলে দেওয়া হয়।
ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, চলমান লকডাউনের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
আজ প্রথম দফায় ১ হাজার পরিবারকে এ সহযোগিতা করা হলো। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক,লঞ্চ শ্রমিক,বেদে সম্প্রদায়,মুচি সম্প্রদায়,হরিজন সম্প্রদায়,তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, সেলুন, গৃহহীন পরিবার প্রমুখ। আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
করোনাকালে এই ধরনের সহায়তা পেয়ে পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। তবে তাদের দাবী সহায়তরা পরিমান আরো বাড়ানো উচিত বলে মত প্রকাশ করেন তারা।

LEAVE A REPLY