ভোলায় ঘূর্নিঝড় প্রস্তুতি বিষয়ে গনসচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

0
256

আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটনেট।।ভোলায় ঘূর্নিঝড় প্রস্তুতি বিষয়ে গনসচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে এই মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।মহড়ায় দুযোর্গের এর সময় করনীয় এ বিষয়ে  শিক্ষামূলক  বিভিন্ন  কৌশল এসময় শিখানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ কামাল হোসেন এর সভাপত্বিতে মাঠ মহড়ায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক।


এসময় জেলা প্রশাসক বলেন মো: মাসুদ আলম সিদ্দিক বলেন, ভোলা একটি দ্বীপ জেলা হওয়ায় প্রতি বছর এই জেলায় বিভিন্ন দুর্যোগ হান দেয়। ফলে অনেক ক্ষয় ক্ষতির সম্মখিন  হতে হয়। তাই দুযোর্গের হাত থেকে রক্ষা পেতে এই ধরনের দুযোর্গ মহড়া জনগনকে সচেতন করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে জানান। এসময়  আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহামুদুর রহমান,ভোলা জেলা ঘূর্নিঝড় প্র¯ু‘তি কর্মসূচি বিভাগের উপ-পরিচালক মোঃ শাহাবুদ্দিন মিয়া, ফায়ার সার্ভিস ভোলা এর উপ-সহকারি পরিচালক মোঃ জাকির হোসেন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন,ভোলা প্রেস কাবের সাধারন সম্পাদক অমিতাভ রায় অপু সহ আরো অনেকে।
মহড়া শেষে মহড়ায় অংশ গ্রহনকারীদের মাঝে পুরষ্কার তুলে দেন ভোলা জেলা  প্রশাসক বলেন মো: মাসুদ আলম সিদ্দিক।

LEAVE A REPLY