ভোলায় কালেক্টরেট সহকারী সমিতি এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত

0
546

আদিল হোসেন তপু।।

ভোলায় কালেক্টরেট সহকারী সমিতি (বাকসিস) এর নব-নির্বাচনে সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে ভোলা সার্কেট হাউজ মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নব- নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা প্রশাসক পত্নী মিসেস সায়লা সোহানী, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন প্রমুখ।

গত ৯ ফেব্রুয়ারী ভোলায় কালেক্টরেট সহকারী সমিতি (বাকসিস) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আ: মান্নান সভাপতি নাঈমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো: আবদুল মালেক, মো: তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আসাদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: মাকসুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন, অর্থ সম্পাদক এনায়েত করিম, দপ্তর সম্পাদক মো: সাদ্দাম হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো: ওবায়েদুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিহার কান্তি মজুমদার, ধর্ম সম্পাদক মো: ইউসুফ, প্রচার সম্পাদক মো: মাসুদ আলম।

নির্বাহী সদস্য পদে প্রার্থী হওয়া মো: নূরনবী, মো: ইউছুফ, মো: ইউসুফ আলী, একেএম মনির উদ্দিন, মো: মোশারেফ হোসেন, রতন চন্দ্র মজুমদার নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্ধীতায় ।

নির্বাচিত কমিটি আগামী ৩ বছরের জন্য সংগঠনের সদস্যদের অধিকার আদায়ের জন্য কাজ করবে।

এসময় জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন, ভোলায় কালেক্টরেট সহকারী সমিতি (বাকসিস) এবারের কমিটি সক্রিয় কমিটি হয়েছে। তিনি জেলা প্রশাসন এর পক্ষ থেকে নর্ব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।

পরে তিনি বলেন,কালেক্টরেট সহকারী জন্য জমী কিনে দিয়ে বাড়ী তৈরি করে দেয়া, তাদের সন্তানকে বৃত্তির ব্যবস্থা করার কথা জানান। পাশাপাশি ভোলাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বিশেষ হাসপাতাল করার কথাও জানান।

LEAVE A REPLY