ভোলায় করোনা সংক্রমন রোধে সামাজিক সচেতনতায় কাজ করছে ছাত্রলীগ

0
673

আদিল হোসেন তপু :করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করছে ভোলা জেলা ছাত্রলীগের একদল পরিশ্রমী সদস্য। রবিবার(২৯মার্চ) সকালে তারা শিবপুর,শান্তিরহাট,নবীপুর এলকার বিভিন্ন পয়েন্টে দোকানে সামনে সামাজিক দুরত্ব বজায় রাখতে ‘সুরক্ষা বৃত্ত’,অসহায় দারিদ্র জেলে পরিবার এর মাঝে মাস্ক ও সাবান বিতরন করেন। ভোলা কলেজের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসরুর মাহমুদ নিলয়ের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তন্ময়, তমাল রহমান, নয়ন, সুশান্ত, ফজলে রাব্বী, কর্ণ দে প্রমুখ। এসময় প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ছাত্রলীগের উদ্যোগে দুই শতাধিক মাস্ক বিলি ও জীবাণুনাশক সাবান বিতরন করা হয়েছে। মাসরুর নিলয় জানায় করোনা সংক্রমন প্রতিরোধে মানুষকে সচেতন করতে দেশনেত্রেী শেখ হাসিনার নির্দেশে আমরা জনগনকে সুরক্ষা দিতে সচেতন করতে কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে কিছুটা হলেও মানুষ সুরক্ষা পাবে।

LEAVE A REPLY