ভোলায় ইসকন প্রচার কেন্দ্র উদ্বোধন

0
1383

ভোলা নিউজ ২৪ ডট নেট  : ভোলায় সনাতন ধর্ম সভা ও ইসকন প্রচার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ ২৩ নভেম্বর (শুক্রবার)  আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ  ইসকন ও  ইসকন প্রচার সংঘ এর আয়োজনে ভোলার মহাজন পট্টির মহেন্দ্র বিজয় রায় চৌধুরী বাড়িতে বর্নাঢ্য আয়োজন করা হয়। পরপর রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয় উদ্বোধনীয় সংগীত,ভজন কীর্তন,আলোচনা সভা,বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে ইসকন প্রচার কেন্দ্রের উদ্বোধন করেন ও বক্তব্য রাখে ইসকন বাংলাদেশ সাধারন সম্পাদক শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ইসকন ভোলার সভাপতি প্রবীর চৈতন্য দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী,ইসকন ঢাকার বিভাগীয় যুগ্ম-সম্পাদক শ্রীপাদ সুখী সুশীল দাস ব্রহ্মচারী, নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম সাহা, ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র ঘোষ ,দৈনিক যুগান্তর আরটিভি জেলা প্রতিনিধি অমিতাব রায় অপু, মদন মোহন মন্দিরের সম্পাদক বিপ্লব পাল কানাই। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, জাগ্রত ছাত্র সমাজ ঢাকার পরিচালক দ্বিজমনি গৌরাঙ্গ দাস  ব্রহ্মচারী।
বক্তারা বলেন, ইসকন ভোলায় এসেছে এতে করে ভোলার হিন্দু সমাজ উপকৃত হবে।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরনের মধ্যদিয়ে শেষ হয়  অনুষ্ঠান। ইসকন আপাতত বাড়া বাসা নিয়ে কার্যক্রম শুরু করেছে তবে মন্দির নির্মান করা হবে খুবদ্রুত বলে জানায় ইসকন।

LEAVE A REPLY