ভোলায় ইলিশ ধরায় ৯ জেলের জরিমানা

0
273

স্টাফ রিপোর্টাার,ভোলা নিউজ২৪ডটনেট ॥ ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ শিকারের দায়ে ৯ জেলের পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা-তেুতলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় এদে সাথে থাকা পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংশ করা হয়। আটককৃতরা হলেন মো. আল আমিন, মো. জাহিদ, হারুন হাওলাদার, লতিফ হাওরাদার, মো. জাকির, মো. আরিফ, মো. রাসেল, মো. বাবুল, মো. সোলাইমান। এদের বাড়ি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া, ভেদুরিয়া ও ইলিশা ইউনিয়নে।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সকাল থেকে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডসহ মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে ভেলুমিয়া, ভেদুরিয়া ও ইলিশা এলাকা থেকে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় এদের সাথে থাকা প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়। ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

ইকরামুল আলম
ভোলা
০২/০৩/১৯

LEAVE A REPLY