আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটনেট ॥র্দীঘ ৪ বছর পরে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীরা সক্রিয় হয়েছেন। জিমিয়ে থাকা সংগঠনে দেখা দিয়েছে চাঙা ভাব।
সম্মেলনের পাশাপাশি নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে চলছে জোর লবিং।
ইউনিয়ন কমিটির মেয়াদ বহু আগে পেরিয়ে যাওয়ায় কার্যক্রমও ঢিলেঢালা হয়ে পড়ে। এসব কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয়। অনেকটা এতিম সংগঠনে রুপান্তর হতে শুরু করে ছাত্রলীগ। এই হতাশা দূর করতে ও সংগঠনকে চাঙা করতে ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর নির্দেশে ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এর নেত্বতে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কয়েক দফা বৈঠক হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলরে মাধ্যমে কমিটি করার কথা বলা হয়। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের সম্মেলন শুরু হয়।সোমবার অলী নগর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন পর্যায়ে প্রথম ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মো: বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারী নুরুল ইসলাম সেন্টু,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: তৈয়বুর রহমান,যুগ্ম-সাধারন সম্পাদক মো: আকবর হোসেন। সম্মেলনে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম খন্দকার রাকিব,প্রধান বক্তা ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন। এছাড়াও বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পলিট্যাকনিক্যালের সাবেক ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কতুব সহ ইউনিয়ন পর্যায়ে কমিটিতে পদ প্রত্যাশীরা। এসময় ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহম্মেদ এর রোগ মুক্তিকামনা করে দোয়া করেন ছাত্রলীগের নেতারা কর্মীরা।
ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম খন্দকার রাকিব জানান, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় স্থানীয় কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল। সম্প্রতি ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ভাই এর নির্দেশনায় সম্মেলন এর কার্যক্রম হয়ে যাওয়ায় ছাত্রলীগের কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে যারা পদ চাচ্ছেন তাদের সিভি নেয়া হয়েছে। তৃর্ণমূল নেতা-কর্মীদের মতামত ও নির্বাচনের ভিত্তিতে সবগুলো ইউনিয়ন কমিটি গঠন করা হবে।
ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: তৈয়বুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা। সম্মেলনের কারণে এখন সংগঠনের নেতা-কর্মীদের মাঝে নতুন উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী মাসের মধ্যেই সব ইউনিয়ন কমিটির সম্মেলন শেষ হবে। এরপর উপজেলা কমিটির সম্মেলন হবে। বিভিন্ন পর্যায়ে সংগঠনে নতুন নেতৃত্ব আসালে দল চাঙা হবে। তখন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহম্মেদ হাত শক্তিশালী হওয়ার পাশাপাশি সর্বপরী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে বলে আমরা মনে করি।