ভোলায় অভিজাত জুতার ব্রান্ড ফুটগিয়া এর উদ্বোধন

0
62

স্টাফ রিপোর্টার।। ভোলায় দেশের অভিজাত জুতার ব্রান্ড ফুটগিয়া শোরুম এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ফেব্রুয়ারি) বিকেলে ভোলা শহরের উপিল পাড়ায় শোরুমটি উদ্বোধন করা হয়। এ শোরুমে আধুনিক মডেলের সকলে ধরণের ফুটগেডে ব্রান্ড এর জুতা পাওয়া যাবে।

এসময় উপস্তিত ছিলেন, ফুটগিয়া কোম্পানির চেয়ারম্যান ওমর ফয়সাল চৌধুরী, প্রতিষ্ঠানে শেয়ারহোল্ডার অঞ্জন ব্যানার্জি , ম্যানেজার গোলাম সাত্তার বিটেন,মার্কেটিং ম্যানেজার আরিফ এ আহানাফ, এরিয়া ম্যানেজার,জালাল আহমেদ, ভোলা নিউজ পত্রিকায় সম্পাদক ও মানবজমিনের ভোলা জেলা প্রতিনিধি এড মনিরুল ইসলাম,জিটিভি ও যুগান্তরের ভোলা জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, জাগোনিউজের ভোলা প্রতিনিধি জুয়েলসাহা বিকাশ,ভোলা নিউজের রিপোর্টার মনজু ইসলাম, চ্যানেল T1 এর জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান ও কিউ টিভির ভোলা প্রতিনিধি সোহেলসহ আরো অনেকে।

শেয়ারহোল্ডার অঞ্জন ব্যানার্জি জানান, এই ব্রান্ডের অন্যান্য শাখার সামগ্রীর প্রচুর চাহিদা আছে। এই সকল পণ্য বিভিন্ন দোকানগুলো থেকে তাদের কিনতে হয়। ভোলায় শোরুম হবার কারণে খুব সহজেই ক্রেতারা তাদের পছন্দের সামগ্রী কিনতে পারবে। শোরুম থেকে পণ্য কিনলে তারা সঠিক পণ্য ও সঠিক মূল্য পাবেন এবং ফুটগিয়ার সামগ্রীকে ক্রেতাদের কাছে পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য।

LEAVE A REPLY