আরিফ উদ্দিন রনি,ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলা জেলার ৪টি আসনে একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্ল্যাহ আল ইসলাম জ্যাকব এবং বিএনপি জোটের শীর্ষ নেতা বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থসহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভোলা-১ সদর আসনে মোট ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তার হচ্ছেন : তোফায়েল আহমেদ (আ’লীগ), ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (বিজেপি), রেবা রহমান (বিজেপি), গোলাম নবী আলমগীর (বিএনপি), হায়দার আলী লেলিন (বিএনপি), মাওলানা ইয়াছিন নবীপুরী (ইসলামী আন্দোলন), কেফায়েতুল্লাহ নজিব (জাপা)।
ভোলা-২ আসনে মোট ৬জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন : আলী আজম মুকুল (আ’লীগ), হাফিজ ইব্রাহিম (বিএনপি), ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ (বিএনপি), রফিকুল ইসলাম মমিন (বিএনপি), হুমায়ুন কবির সেলিম (স্বতন্ত্র), মাওলানা ওবায়দুর রহমান (ইসলামী আন্দোলন)।
ভোলা-৩ আসনে মোট ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন : নুরুন্নবী চৌধুরী শাওন (আ’লীগ), মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ (বিএনপি), এ্যাডভোকেট কামাল হোসেন (বিএনপি), মাওলানা মোসলেহ উদ্দিন (ইসলামী আন্দোলন), নুরুন্নবী সুমন (জাপা)।
ভোলা-৪ আসনে মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হচ্ছেন : আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (আ’লীগ), নাজিম উদ্দিন আলম (বিএনপি), নুরুল ইসলাম নয়ন (বিএনপি), মাওলানা মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন), এম এ মান্নান (জাপা)। ভোলা জেলার ৪টি সংসদীয় আসনে মোট ২৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।