ভোলার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও স্কুল ব্যাংকিং সম্মেলন

0
393

ভোলা নিউজ ২৪ ডটনেট : ভোলার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা ও স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে ভোলা ক্রীস্টাল ইন হোটেলের সম্মেলন কক্ষে এই সম্মেলন নুষ্ঠতি হয়। বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এই সম্মেল ন অনুষ্ঠিত হয়। ভোলায় লিড ব্যাংক হিসেবে দ্বায়িত্ব পালন করেন আইএফআইসি ব্যাংখ ভোলা শাখা। সম্মেলনে সভাপতিত্ব করেন,আইএফআইসি ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমই ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগীয় প্রধান টি,আই,এম রওশন জাদীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহা; সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ আনোরুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন,দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আর আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না। উন্নয়নে দেশ এখন অনেক এগিয়েছে। তার সাথে এগিয়েছে দেশের পযুক্তির ব্যবহার। তিনি তার ছেলের ত্রেপল কার্ড ব্যবহার করার বিষয় উল্লেখ করে বলেন,আমি এখন পর্যন্ত এই কার্ড সম্পর্কে ভালো করে বুঝি না। অথচ এই যুগের ছেলে-মেয়েরা এসব ব্যবহার করছে। তিনি আরো বলেন,অনেক দেশের জনসংখ্যা হচ্ছে মাত্র ৬থেকে ৭লাখ আর আমার দেশের স্কুলে ব্যাংকির ছাত্র-ছাত্রীর সংখ্যা সাড়ে ১৩লাখ যা অবাক করার মত একটা বিষয়। দেখা গেছে ব্যাংকির দিগ থেকে ৭লাখ ৭১হাজার ১৩৯ ছেলে এবং ৫লাখ ৬৩ হাজার ৩৩৮ জন হচ্ছে ছাত্রী। আশা করঠি স্কুল ব্যাংকিং আরো এগিয়ে যাবে।

LEAVE A REPLY