ভোলা প্রতিনিধি,ভোলা নিউজ ২৪ ডটনেট ॥ শিশু বিয়ে মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়ে ভোলার লালমহোন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের (পূর্ব রমাগঞ্জ) গ্রামকে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড হিসাবে ঘোষণা করা হয়।
ইউনিসেফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ও বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) পূর্ব রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড উন্মুক্ত ঘোষনা অনুষ্ঠিত হয়।
পূর্ব রাম রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান বাবুল এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা ।
এসময় তিনি স্থানীয় অভিভাবকও কিশোর-কিশোরীদের শিশু বিয়ে রোধে শপথ বাক্য পাঠ করান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য বাবুল,কাজল ইসলাম,মহিলা ইউপি সদস্য সামচাঁদ জাহান,এসএমসি কমিটির সভাপতি মো: জাহাঙ্গির মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার ফাহিমা । এসময় উপস্থিত ছিলেন- এডভোকেসি ও মিডিয়া অফিসার আদিল হোসেন,সমাজকর্মী সঞ্জয় কুমার,গেইম ফেসিলেটর কামরুল ইসলাম।কিশোর-কিশোরীদের মধ্যে মক্তব্য প্রদান করেন-সুমাইয়া আক্তার,আকাশ মন্ডল,সালমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে এক গন সমাবেশে মধ্যে দিয়ে ৩ নং ওয়ার্ডের (পূর্ব রমাগঞ্জ) গ্রামকে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড হিসাবে ঘোষনা করা ও শিশুর সর্বত্র স্বার্থ রক্ষার্থে একযোগে সবাই কাজ করতে শপথ বাক্য পাঠ করান ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু বিয়ে শিশুর সামনে এগিয়ে যাওয়ার স্বপ্নকে বাধাগ্রস্ত করে। ফলে শিশুরা তাদের সকল ধরনের অধিকার থেকে বি ত হয়ে বেড়ে উঠে।
শিশু বিয়ে আমাদের সমাজের সামাজিক ব্যাধিতে রুপান্তর হয়েছে। তাই আমাদের সকলকে শিশু বিবাহকে না বলতে হবে। শিশু বিবাহ সমাজ, জাতি তথা দেশকে ক্ষতিগ্রস্ত করে। শিশু বিবাহ এক ধরনের অপসংস্কৃতি। এই অপসংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
আদিল হোসেন তপু