ভোলা নিউজ ২৪ ডটকম :: ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় দের কোটি পিস গলদা চিংড়ি রেনু পোনাসহ একটি মাছ দরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট ইলিশা এম সুলতান এর নেতৃত্বে শনিবার ১৫ এপ্রিল রাত সাড়ে ১২টায় ভোলা সদর উপজেলাধীন ইলিশা সংলগ্ন মেঘনা নদীর ভাংতির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে রেণু পোনা পাচারকালে ১ কোটি ৫০ লক্ষ পিস গলদা চিংড়ি রেণু পোনাসহ ১ টি দুই ইঞ্জিন বিশিষ্ট ফাইটার বোট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য টাকা তিন কোটি টাকা। তবে এসময় রেণুপোনা পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত গলদা রেণু পোনা উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোঃ রবিউল ইসলাম এর উপস্থিতিতে তুলাতলি সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া জব্দকৃত বোট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।