ভোলার মনপুরায় কাকড়া চাষী ও আহরন কারীদের মধ্যে বিভিন্ন উপকরন বিতরন

0
107
মনপুরা প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটকম।।ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের হাজির হাটে কাকড়া চাষী ও আহরনকারী ৩০ জনের মধ্যে উপকরন বিতরন করা হয়েছে। সকালে  মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নে উপকরনগুলো বিতরন করেন মনপুরা উপজেলা ভার প্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা।
পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ বিতরন অনুষ্ঠানের আযোজন করে।
এড়িয়া ইনচার্য আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ পরিদর্শক লুৎফর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার ও গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক আনিসুর রহমান।
পরে কাকড়া আহরনকারীদের মধ্যে লাইফ জ্যাকেট, ফাস্ট এইড বক্স উপকরন সহ, কাকড়া ধরার শিক, শাবল, কাকড়া রাখার ঝুড়ি,গামবুট ডিপো মালিকদের মধ্যে র‌্যাক, বালতি , চিমটি, মাটি ও পানি পরীক্ষার যন্ত্র সোলার প্যানেল সহ নানাবিধ উপকরন বিতরন করা হয়।

LEAVE A REPLY