স্স্টাফ রিপোর্টারঃ ভোলা নিউজ ২৪ ডটনেট : ইউনিসেফের সহযোগীতায় বেসরকারী উন্নয়নমূলক সংস্থা কোস্ট ট্রাস্টের আইইসিএম প্রকেল্পের উদ্যোগে ভোলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিন ব্যাপি চারসামাইয়া ইউনিয়নের ৯টি কিশোর ৯টি কিশোরী ক্লাবের সদস্যদের সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিশোর কিশোরীদের জন্য ২০০ মিঃ দৌড়, মোড়গ লাড়াই, বালিশ খেলা, স্ইু সুতা গাথাসহ বিভিন্ন খেলার অয়োজন করা হয়। অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা অবৃত্তি ও সর্বশেষে নাটক “আমরাও পারি” অনুষ্ঠিত হয়। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন, আইইসিএম প্রকল্পের আইপিটি ফ্যাসিলেটর স য় কুমার। অনুষ্ঠান শেষে বিচারক মন্ডলীর সদস্যরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দিনব্যাপি অনুষ্ঠানটি সফল করার জন্য সার্বিক সহযোগীতা করেন, আইইসিএম প্রকল্পের পিসি মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার ট্রেনিং ও মনিটরিং অফিসার মনিরুজ্জামান, আইপিটি ফ্যাসিলেটর সঞ্জয় কুমার, ভোলা পৌরসভার ইউসি মোঃ ইব্রাহীম, ওয়ার্ড প্রমোটর মোঃ শাহিন, আনোয়ার হোসেন, নাসিমা বেগম ও বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ।