ভোলার উপজেলা/থানা/কলেজ প্রতিনিধি পদে সাংবাদিকতায় সুযোগ দেবে ভোলা নিউজ টুয়েন্টিফোর ডট নেট

0
1058

**ভোলা জেলা/থানা/উপজেলায়/কলেজে সংবাদদাতা খোজ করছে ভোলার জনপ্রিয় নিউজপোর্টাল ভোলা নিউজ টুয়েন্টিফোর ডট নেট। বিশ্বায়নের চ্যালেঞ্চ মোকাবেলায় একবিংশ শতাব্দীতে আধুনিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংবাদ পরিবেশনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ ভোলা নিউজ টুয়েন্টিফোর ডট নেট।ভোলার সকল জেলা, থানা,উপজেলা, কলেজের জন্য সাংবাদিক, ফটো সংবাদিক নিয়োগ দেওয়া হবে । কঠোর পরিশ্রমী, নির্ভিক সাংবাদিক হিসেবে দেশ ও মানুষের সেবায় কাজ করতে চাইলে যোগ দিন আমাদের দলে। আমরা আপনার স্বপ্ন পূরনে পাশে থাকব।

কারা আবেদন করবেন:

যারা প্রতিনিধি হিসেবে কাজ করতে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। তারাই শুধু আবেদন করবেন।

* নির্বাচিত প্রার্থীদের শর্তসাপেক্ষে নিয়োগ দেয়া হবে।

  • জেলা প্রতিনিধি
  • উপজেলা প্রতিনিধি
  • কলেজ পতিনিধি
  • ফটোসাংবাদিক
    • শিক্ষাগত যোগ্যতা:
    • এইচএসসি/ স্নাতক সমমান। অভিজ্ঞদের শিক্ষাগতযোগ্যতা শিথিলযোগ্য।
      কর্মস্থল :
    • নিজ জেলা ও উপজেলা,থানা।
    • আবেদন প্রক্রিয়া :
    • আগ্রহীরা নিম্ন ঠিকানায় সদ্য তোলা ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি, ভোটার আইডি কার্ডের ফটো কপি, জীবনবৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি আবেদনে পদের নাম উল্লেখপুর্বক পুর্ণাঙ্গ বায়োডাটা নিন্মোক্ত ইমেইলে পাঠাতে হবে।

ইমেইল – [email protected]

যারা বায়োডাটা পাঠাবেন তারা: [email protected]  এই ইমেলে সংবাদ পাঠাবেন।

For more Information

Cell:

সম্পাদক :-01711931679

নির্বাহী সম্পাদক:-  01717488443

 

LEAVE A REPLY