ভোলায় আগুন নিভাতে গিয়ে যুবকের মৃর্ত্যু

0
4

রাকিব উদ্দিন অমি :: ভোলা শহরের জামিরালতা রাস্তা সংলগ্ন রাঢ়ী বাড়ির সামনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নিভাতে গিয়ে ইব্রাহিম নামের এক যুবক মারা গেছে।

গত রাত ১০ টায় শহরের জামিরালতা সড়কের রাঢ়ী বাড়ির সামনে আলী হোসেন এর তুলার গুদামে থেকে আগুনের সুত্রপাত ঘটে। স্থানীয়রা দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ভোলা সদরের ২টি ইউনিট দেরঘন্টা চেস্টা করে নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ হয়। পরে বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিট যোগ দেয় আগুন নিভানোর কাজে।
প্রায় ২ ঘন্টা চেস্টার পর তিনটি ইউনিট রাত ১২ টায় আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় বাসিন্দারাও আগুন নিভানোর কাজে সহযোগীতা করে।
এদিকে আগুন নিভাতে এসে পৌরসভার ৬ নং ওয়ার্ডের
 রাঢ়ী বাড়ির আব্দুল বারেক এর ছেলে ইব্যাহিম অসুস্থ্য হয়ে পরে। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এসময় লাইনের গ্যাসে আগুন লেগে গেলে তীব্র আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে সুন্দর বন গ্যাস কোম্পানীর লোকজন দ্রুত এসে রাইজারসহ গ্যাস বন্ধ করে দেয়।
অপরদিকে তুলার গুদাম ছাড়াও তিনটি বসতঘর পুড়ে যায়। তবে আগুনের সুত্রপাত কিভাবে তা জানাতে পারেনি ভোলা ফায়ার এর স্টেশন অফিসার মোঃ সুমন।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন সরকার, ভোলা সদর মডেল থানার ওসি মো: শাহীন ফকির, পৌর ৬নং ওয়ার্ড কমিশনার মোঃ ওমর ফারুক, ভোলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভোলা সদর মডেল থানার ওসি মো: শাহীন ফকির জানান, আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। পাশাপাশি ফায়ার সার্ভিসের ভোলা সদরের ২টি এবং বোরহানউদ্দিনের ১টিসহ ৩টি ইউনিট আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তকে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা বলা সম্ভব নয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন সরকার বলেন, কতটুকু ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখন বলা সম্ভব নয়। পরবর্তীতে তদন্তের মাধ্যমে ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করা সম্ভব হবে।

LEAVE A REPLY