রাকিব উদ্দিন অমি,ভোলা নিউজ ২৪ ডটনেট : ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা অবস্থান কর্মসুচী গত তিনদিন ধরে পালন করে আসছে। তাদের চাকুরী রাজস্বখাতে নেয়ার দাবীতে দেশব্যপি এই আন্দোলন করছেন।
২৩ জানুয়ারী সকাল থেকেই ভোলা জেলায় কর্মরত শত শত সিএইচসিপিরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচী পালন করেন। এর আগে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে গত দু’দিন ধরে অবস্থান করেন। এসময় তারা একই দাবীতে অবস্থান গ্রহন করেন। সরকারের কাছে দাবী জানিয়ে আসছেন। তারই ধারাবাহিগতায় আজ ২৩ জানুয়ারী জেলার সকল সিএইচসিপিরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান করেন। এসময় তারা তাদের দাবী দাওয়া লেখা ফেস্টুন বহন করেন। যাতে বিভিন্ন দাবী-দাওয়া উঠে আসে। একই সাথে বক্তারা বলেন,যতদিন না পর্যন্ত তাদের দাবী সরকার মেনে না নিবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। শুধু তাই নয়,সরকার তাদের মাধ্যমেই স্বাস্থ্যসেবার উন্নতি করেছেন। এখন তাদেরই নিজেদের দাবী-দাওয়া নিয়ে কাজকর্ম রেখে আন্দোলন করতে হচ্ছে। দেশব্যপি চলা এই কর্মসুচী চলাকালীন সময় সংগঠনের সভাপতি,সম্পাদকসহ উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাদেরকে রাজস্বখাতে নেয়া না হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দেন। ৭টি উপজেলা থেকে আশা শত শত স্বাস্থ্যকর্মীরা অবস্থান করছেন।