ভোলা নিউজ২৪ডটকম।।
ভোলায় সরকারি খাস জমিতে অবৈধভাবে শ্রমিক দিয়ে মাটি কাটার সময় মোঃ জসিম উদ্দিনকে (৩৫) আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করাদন্ড প্রদান করেছেন সহকারী কমিশনার
(ভূমি ) আবু আবু আবদুল্লাহ খান।
দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টুং চর গ্রামের সোরাভ আলীর ছেলে।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি ) রাতে ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) অফিস কার্যালয়ে এ কারাদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি ) আবু আবদুল্লাহ খান ভোলা নিউজ২৪কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভেলুমিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টুং চর এলাকায় আজ বিকেলে অভিযান চালিয়ে রাস্তার পাশের সরকারি খাস জমিতে অবৈধভাবে শ্রমিক দিয়ে মাটি কাটার অপরাধে জসিম উদ্দিনকে আটক করা হয়। পরে রাতে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে জসিম উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।তিনি আরো জানান, সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।