হারুনুর রশিদ ভোলা নিউজ ২৪ ডট কম ভোলায় যাত্রবাহি মাহেন্দ্র ও মালবাহি ট্রাকের মূখোমূখি সংর্ঘষের ঘটনায় মোঃ মমিন (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আরো ৩ যাত্রী আহত হয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহত মমিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাটামারা গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে।
শুক্রবার (৮ অক্টোবর) রাত পৌনে রাত ৮ টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন মেম্বার বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত প্রায় পৌনে ৮ টার দিকে ওই এলাকায় সড়ক দিয়ে একটি দ্রুতগামী যাত্রীবাহি মাহেন্দ্র বোরহানউদ্দিন যাচ্ছিল। ওই সময় বিপরীদ দিক থেকে আসা একটি মালবাহি ট্রাকের সাথে মূখোমূখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলে মমিন নামে এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়াও ওই ট্রাকের ঘাতক ড্রাইভারকে আটকের চেস্টা চলছে।














