রাকিব উদ্দিন অমি.ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়েছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় বাপ্তা ইউনিয়ন ২-০ গোলে ভেদুরিয়া ইউনিয়নকে পরাজিত করে। বাপ্তা ইউনিয়নের পক্ষে খেলার ২২ মিনিটের মাথায় প্রথম গোল করেন রাসেল, ৫৫ মিনিটের মাথায় রাকিব ২য় গোল করে দলকে এগিয়ে নেন। বাপ্তা ইউনিয়ন ২-০ গোলে ভেদুরিয়া ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
পরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এসময় তিনি বলেন,মাদক থেকে দুরে রাখতে পারে শুধু খেলাধুলা। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে উম্মুক্ত করেছেন। আশা করছি অতিতের মতই ভোলার ছেলেরা জাতীয় পর্যায় খেলবে।
খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরন করেন ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক। উপজেলা নির্বাহী অফিসার মো: কামাল হোসেনের সভপতিত্বে এসময় উপস্থিত ছিলেন। ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব প্রমুখ। পরে বিজয়ী দল ট্রফি নিয়ে শহরে আনন্দ মিছিল করে।