ভেদুরিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

ভেদুরিয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জলদস্যু নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

0
312

আদিল হোসেন তপু।।  ভোলায় পুলিশের সাথে জলদস্যুদের বন্দুক যুদ্ধের ঘটনায় সফিকুল ইসলাম (৪০) নামে এক জলদস্যু নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ৪টি রাম দা উদ্ধার করে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে। মঙ্গলবার (৯ জুন) সদরের ভেদুরিয়া ফেরীঘাট এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।  নিহত সফিকুল পশ্চিম ইলিশা ইউনিয়নের মৃত মান্নাফ বেপারীর ছেলে। ভোলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানান, দুই গ্রুপ জলদস্যুদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে ভোলা সদর মডেল থানা ও ইলিশা ফাড়ির পুলিশের টিম ভেদুরিয়া অভিযান এলাকায় চালায় । এ সময় পুলিশকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাড়–লির এক পর্যায়ে দস্যুরা ট্রলারযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দস্যু শফিকুলের লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরো জানান, বন্দুক যুদ্ধে পুলিশ ৪ রাউন্ড সর্টগান ও ২ রাউন্ড চাইনিজ গুলি চালায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদরে হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY