বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভোলায় বিএনপির মিলাদ

0
15

ভোলা নিউজ ২৪ ডটকম :: বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

আজ দুপুরে বাদ জোহর ভোলা শহরের বড় মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহবায়ক কেন্দ্রীয় বিএনপির সদস্য গোলামনবী আলমগীর,সদস্য সচিব রাইসুল আলম,যুগ্ন-আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন,বাচ্চু মোল্লা,থানা বিএনপির সদস্য সচিব মো; হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেল পর্যায়ের শত শত নেতাকর্মরা অংশ গ্রহন করেন।

 

এসময় দেশ ও জাতীর শান্তি কামনার পাশাপাশি জালিম সরকার থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়। একই সাথে বিএনপির নিহত সকল নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

 

ছবির ক্যাপসন: ভোলা বিএনপি আয়োজিত বড় মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কতামণায় বিশেষ দোয়।

LEAVE A REPLY