ভোলা নিউজ২৪ডটনেট।।বিদ্যুৎকেন্দ্রের জন্য যন্ত্রপাতি ঘোষণায় আনা ৬৬৯টি কার্টনের মধ্যে মদ, বিয়ার, মাশরুমসহ বিভিন্ন চীনা খাবার পাওয়া গেছে।
রোববার চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর শেডে জব্দ করার পর কার্টনগুলোর পণ্য পরীক্ষা করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, পরীক্ষার জন্য সব কার্টন খোলা হয়েছে। সেখানে মদ, বিয়ারসহ বিভিন্ন পণ্য পাওয়া গেছে। পণ্যগুলোর গণনা চলছে। সব কার্টন যাচাই-বাছাই করার পর জানা যাবে কোন পণ্য কী পরিমাণে এসেছে।
গত ২৩ জুলাই বন্দরের ৩ নম্বর জেটিতে পানামার পতাকাবাহী এমভি কিজিয়া শান জাহাজ থেকে পটুয়াখালীর পায়রা বন্দরের জন্য যন্ত্রপাতির নামে আনা চালানটি খালাসের সময় একটি বাক্সে মদ-বিয়ার থাকার বিষয়টি ধরা পড়ে।
বড় জাহাজ থেকে ছোট তিনটি বার্জে পণ্য নামানোর সময় তা ধরা পড়ে। পরবর্তীতে বার্জ তিনটিও জব্দ করা হয়।
মোট আটটি চালানে ৬৬৯ কার্টনে যন্ত্রপাতির নাম দিয়ে এসব পণ্য আনা হয়। পরবর্তীতে কমিটি করে দিয়ে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্য পরীক্ষার জন্য রাখে।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জাহাজ থেকে এসব পণ্য নামিয়ে আনা হয় বন্দরের শেডে। পরবর্তীতে রোববার সকাল থেকে চালানের সব বাক্স খূলে পণ্য পরীক্ষা শুরু হয়।