ভোলা নিউজ ২৪ ডটনেট।। টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে ও নতুন মন্ত্রিসভা গঠনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে প্রাণঢালা অভিনন্দন জানান।
এরপর দুপুর সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে উপস্থিত হয়ে বোন শেখ রেহানাকে সাথে নিয়ে সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত ও দেশের সাফল্য কামনায় ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজানে অংশ নেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানা। আরো ছিলেন বাগেরহাট ১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট ২ আসনের সাংসদ শেখ সারহান নাসের (শেখ তন্ময়), গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ফারুক খান, ধর্ম প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়ক শেখ মো. আবদুল্লাহ।
বঙ্গবন্ধুর সমাধিসৌধে যাওয়ার উদ্দেশে রওনা হওয়া মন্ত্রিপরিষদের সদস্যরা এখনও ওখানে গিয়ে পৌঁছাননি।