বঙ্গবন্ধুর জন্ম-বার্ষিকী উপলক্ষ্যে ভোলায় শিশু কিশোরদের চিত্রাংকন, আবৃত্তি, সাহিত্য  প্রতিযোগিতা ও আলোচনা সভা

0
349

আদিল হোসেন তপু।।

১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম শুভ জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নানা আয়োজনে যথাযর্থ মর্যাদায় পালন করেছেন।

রবিবার (১৭মার্চ) সকালে ভোলা শহরের ওবাইদুল হক মহাবিদ্যালয়ের মাঠে জেলা আ.লীগের আয়োজনে শিশু-কিশোরদের সাহিত্য প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিয়দের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবদুল মমিন টুলু ।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান  মো. মোশারেরফ হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা আ.লীগের সহসভাপতি এ্যাড: সৈয়দ আশ্রাফ হোসেন লাভু, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, জেলা মহিলা লীগের সম্পাদীকা অধ্যক্ষ সাফিয়া খাতুন, পৌর আ.লীগের সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম আবিদ প্রমূখ। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগসহ জেলা আ.লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল মমিন টুলু বলেন, বঙ্গবন্ধুর জম্ম না হলে এদেশ জম্ম হতো না। তাই সকলের উচিৎ বঙ্গবন্ধুর আদর্শে জীবন প্রতিষ্ঠিত করা। বঙ্গবন্ধুর অক্লান্ত পরিশ্রমে আমরা ফিরে পেয়েছি আমাদের অধিকার ও লাল সবুজের পতাকা।

বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ভোলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিশু-কিশোর’রা চিত্রাঙ্কন, কবিতা, আবৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ, এ প্রতিযোগিতায় অংশ নেন। পরে আলোচনা সভা শেষে সাহিত্যিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিশু-কিশোর বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

LEAVE A REPLY