ফানুস-আতশবাজি থেকে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন

0
14

ভোলা নিউজ২৪ডটকম।। রাজধানীজুড়ে আতশবাজি ও ফানুস উড়িয়ে ২০২২ সাল বরণ করে নিয়েছে মানুষজন। এদিকে এইসবসহ নানা কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করেন ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, রাজধানীর জুড়ে চলছে  বর্ষবরণ।

আতশবাজি ও ফানুস উড়িয়ে স্বাগত জানাচ্ছেন নতুন বছরকে। আতশবাজি ও ফানুস উড়ানোর সহ নানা কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছি আমরা ঘটনাস্থলে আমাদের ইউনিট পাঠানো হয়েছে।

এদিকে যাত্রাবাড়ী মাতুয়াইল রায়েরবাগ, মিরপুর, লালবাগ, খিলগাঁও  ও মোহাম্মদপুর রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে আমাদের ইউনিট পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানাতে পারবো।

LEAVE A REPLY