প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় চট্টগ্রামে একজন আটক

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় চট্টগ্রামে একজন আটক

0
324

ভোলা নিউজ ২৪ ডটনেট।। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্যরা।

গতকাল বু্ধবার ভোরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বলিরহাট এলাকা থেকে  মো. তোফাজ্জল হোসেন হেলালকে (৪০) আটক করে র‌্যাব। তিনি দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে প্রকাশ করছিলেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে।’

র‌্যাবের মেজর মেহেদি হাসানের নেতৃত্বে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে বলিরহাট এলাকা থেকে তোফাজ্জল হোসেন হেলালকে আটক করা হয়। ওই ব্যক্তির মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক মো. তোফাজ্জল হোসেন হেলাল ভোলা জেলার দৌলতখান এলাকার মো. নাজির আহমেদের ছেলে।

NO COMMENTS

LEAVE A REPLY