পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের শপথ গ্রহন

0
828

অমি আহমেদ,ভোলা নিউজ২৪ডটনেট ।।   ভোলার লালমোহন ও বোরহান উদ্দিন থানাকে নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ গ্রহন করেন  অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল। আর সেই শপথ গ্রহণের ছবি ফেসবুকে ছরিয়ে পরে দ্রুত। পুলিশের এই কাজ কে সবাই সাধুবাদ জানান। ফেসবুুুক স্ট্যাটাসে এই ঘটনাতে পুলিশের উপরে সবার আস্থা ফিরেে আসবে বলে বিভিন্ন মানুুষ কমেণ্ট করেন।

 

বুধবার সন্ধ্যায় লালমোহন থানায় অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল জনাব মোঃ রাসেলুর রহমান এর নেতৃত্বে পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাট করান লালমোহন থানার সকল পুলিশ সদস্যকে ।

LEAVE A REPLY