ভোলা নিউজ ২৪ ডটনেট ।। নেত্রকোণার আটপাড়া উপজেলায় নৌকার প্রচার মিছিলে ‘পেট্রোল বোমা’ হামলার কথা জানিয়েছে পুলিশ।
আটপাড়া থানার ওসি অভি রঞ্জন দেব সাংবাদিকদের বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের ইটাখলা বাজারে এ হামলা হয়; যেখানে অন্তত সাত জন আহত হয়েছেন।
আহতরা হলেন উপজেলা যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, ছাত্রলীগ সদস্য সুফল, রুবেল, মোহন, শিবলু, লিমন ও তুহিন।
তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সুফল ও রুবেলের অবস্থা গুরুতর বলে জানান ওসি অভি।
ওসি বলেন, “সন্ধ্যা সোয়া ৭টার দিকে ইটাখলা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল বের হলে তাতে পেট্রোল বোমা হামলা হয়। এতে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা আহত হন।”
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী অসীম কুমার উকিল।
নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী এ হামলা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত দেশে ব্যাপক পেট্রোল বোমা হামলা চালায়; যাতে বহু লোকের প্রাণহানি হয়।