নির্বাচনে যাবে ঐক্যফ্রন্ট, তফসিল পেছানের দাবি একমাস

0
208

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের ঘোষণা দেন। এ সময় তাঁর পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ঐক্যফ্রন্টের সাত দফা দাবির পাশাপাশি নির্বাচনের তারিখ এক মাস পিছিয়ে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

ড. কামাল বলেন, ‘সব দল ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের বিপক্ষে থাকলেও সরকার ও নির্বাচন কমিশন তা বাতিল করেনি। এ অবস্থায় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত কঠিন হলেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেবে বলে জানান ড. কামাল।

জনগণের দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকে নিতে হবে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (ছবি বিডি নিউজ)

LEAVE A REPLY