ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা আসামের গুয়াহাটিতে পুলিশের সঙ্গে সংঘরষে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বহু মানুষ।
বুধবার রাতে পারলামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পরেই সেখানে কারফিউ জারি হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কারফিউ ভেঙে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসার পরই গুলিতে এ মৃত্যুর ঘটনা ঘটল। এনডিটিভি এ খবর জানিয়েছে।
স্থানীয় এক পুলিশ করমকরতা জানিয়েছেন, ভারতের বিমানঘাঁটির কাছের চাবুয়া শহরে বিক্ষোভকারীরা এক পোস্ট অফিসসহ সরকারি সম্পত্তি জ্বালিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং কেন্দ্রীয়মন্ত্রী রামেশ্বর তেলির বাড়িতেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।