স্স্টাফ রিপোর্টারঃ ভোলা নিউজ ২৪ ডটনেট : সিনিয়র সহকারী পুলিশ সুপার,মো: মিজানুর রহমান এর তত্ত্বাবধানে এস অাই মো: মোহাইমিনুল ইসলাম এর নের্তৃত্বে সংগীয় পুলিশ সদস্যদের নিয়ে দুপুর দেরটায় দক্ষিন অাইচা থানাধীন মুজিবনগর ইউনিয়নের চর মোতাহার ৩ নং ওয়ার্ড থেকে ১ কেজি গাজা ও ১৯ পিচ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য পুলিশ ক্রেতা সেজে প্রথমে আসামিদের বাড়িতে যায় দাম ঠিক হওয়ার এক পর্যায়ে বিক্রেতা মহিলা; বাসায় খাটের নিচ থেকে মাটি সরিয়ে টিনের পাত্র থেকে ইয়াবা বের করে। ঐ সময়ই পুলিশের ক্রেতা সেজে যাওয়া অফিসার হাতেনাতে গ্রেফপ্তার করে। পরে ঘরে খোঁজাখুঁজি করে ১কেজি গাঁজা পাওয়া যায়। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।