ভোলা নিউজ ২৪ ডট নেট।।অশিত রঞ্জন দাসকে সভাপতি ও সুমন প্রতাপ সিং কে সাধারন সম্পাদক করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্র্রিস্টান ঐক্য পরিষদ,দৌলতখান উপজেলার কমিটি গঠন করা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে দৌলতখান উপজেলা কেন্দ্রীয় মন্দির ঠাকুর মদন মোহন বাউজির মন্দিরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অশিত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অভিনাশ নন্দী।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার প্রান গোপাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোপাল সাহা, পূজা পরিষদের সাবেক সাধারন সম্পাদক শিবু কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যসচিব ধ্রুব হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন, পেশাজীবি ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অসীম সাহা,পুরোহিত ঐক্য পরিষদের সম্পাদক চন্দ্র শেখর ব্রহ্মচারী,শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি গৌতম গোলদার,পেশাজীবি পরিষদের নেতা সঞ্জয় দে,যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক লক্ষন দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার আদায়ের লক্ষ্যে একতাবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবে না। আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে গীতা শিক্ষা দিন। গীতা শিক্ষা তাকে ভালো-মন্দ,উচিৎ-অনুচিত বুঝতে সহায়তা করবে। সংখ্যালঘুদের বিপদে আমরা সব সময় পাশে থাকবো। শারীদীয় দূর্গা পূজার সময় নির্বাচন,শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের ধর্মীয় সব থেকে বড় উৎসবটি আনন্দের সাথে উদযাপনের ব্যবস্থা করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান বক্তারা। সভায় দৌলতখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অশিত রঞ্জন দাসকে সভাপতি,সুমন প্রতাপ সিং কে সাধারন সম্পাদক,গোপাল চন্দ্র গোলদারকে কোষাধ্যক্ষ ও অরবিন্দু চন্দ্র দে কে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে দৌলতখান উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শ্রী অভিনাশ নন্দী।
অতিশিঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অভিনাশ নন্দী।