দৌলতখান সংবাদদাতা ।। ভোলার দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথকে দৌলতখান প্রেসক্লাব থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় দৌলতখান প্রেসক্লাবে পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। ইউএনও জিতেন্দ্র কুমার নাথ ২০১৮ সালের ২৮ মার্চ দৌলতখান উপজেলায় যোগদান করেন।
তিনি
ইউএনও জীতেন্দ্র কুমার নাথ উপজেলার শিক্ষার মানোন্নয়ন, বাল্য বিয়ে রোধ, খাস জমি দখলমুক্তকরণসহ নানা কর্মকান্ডে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বিশেস করে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারী নির্দশনা মেনে চলতে জনগনকে সচেতন করার লক্ষে জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, সরকারি চাকরি করলে স্টেশন বদল হবে, এটাই স্বাভাবিক নিয়ম। দায়িত্ব পালনকালে জনগণের কল্যাণে কাজ করলে, ভালো কাজের স্বীকৃতিসরূপ জনগণ তাকে কখনও ভুলে না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বেনু, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজিপুর ইউনিয়ন চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান শরীফ, দৌলতখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজি জামাল,সহ প্রমুখ