তথ্য অধিকার দিবস উপলক্ষে দৌলতখানে র‍্যালি

0
212

দৌলতখান প্রতিনিধি ।। ‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পিছনে আর, তথ্য পাবে জনগন, তথ্যে সবার উন্নয়ন’ এ শ্লোগানে ভোলার দৌলতখানে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০১৯। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কোস্ট ট্রাস্ট ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি পালনের লক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান বলেন, আমি প্রথমেই কোস্ট ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের সচেতনতামূলক কাজে আমাদের পাশে থাকার জন্য। তথ্য জানা মৌলিক অধিকারের মতোই একটি বিষয়। আপনারা যেকোন তথ্যের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনাকে চোখ-কান খোলা রাখতে হবে, কখন কোথায় কি হচ্ছে আপনাকে তা জানতে হবে। শিক্ষার অভাবে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমাদের ছেলে- মেয়েদের শিক্ষিত করতে হবে।। আপনি সচেতন না হলে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন না। তাই আপনাকে সকল ধরনের তথ্য সম্পর্কে ধারণা রাখতে হবে। উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মোঃ বজলুর রহমান পাটোয়ারী বলেন, তথ্য জানার ক্ষেত্রে আমরা উপজেলা প্রশাসনের সার্বিক সহযোহিতা কামনা করছি। কোনো তথ্যের প্রযোজন হলে সংশ্লিষ্ট অধিদপ্তর যেন আমাদের সহযোগিতা করে। শুভেচ্ছা বক্তব্যে কোস্ট ট্রাস্ট সিইপিআই প্রকল্পের মনিটরিং ও ইভালুয়েশন অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, জনগণের তথ্য অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও গণতন্ত্রের পূর্বশর্ত। তিনি সকলকে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে বলেন এবং কিভাবে আমরা তথ্য পেতে পারি এবং তথ্য প্রাপ্তির আবেদন পত্র ফরম ‘ক’ কিভাবে পূরণ করে তথ্য পাওয়া যাবে সে সম্পর্কে উপস্থাপন করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি মোঃ ফারুক। আরো উপস্থিত ছিলেন প্রকল্প সহায়তাকারী মোঃ হাসান মাহমুদ ও নীপা বেগম। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরিক ফোরামের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY