তজুমদ্দিন প্রতিনিধি ॥ তীব্র শীতকে উপেক্ষা করে চলছে বিআরডিবি’র আ’লীগ সমর্থীত ৪ চেয়ারম্যান প্রার্থীর ভোট যুদ্ধ। এ নির্বাচনে বিএনপি সমর্থিতরা অংশ গ্রহন করেনি। একই দলের ৪ প্রার্থী ভোটাদের নিজেদের পক্ষে রাখতে শেষ মুহুর্তে গ্রহন করছে বিভিন্ন কৌশল।
জানা গেছে, প্রতি তিন বছর পর পর চেয়ারম্যান পদে বিআরডিবি’র নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৩ জন। দীর্ঘ প্রতিক্ষার পর আজ (১০ জানুয়ারী) অনুষ্ঠিত হবে তজুমদ্দিন পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবির) চেয়ারম্যান পদে নির্বাচন। পরবর্তী ৩ বছরের জন্য কে চেয়ারম্যান নির্বাচিত হবেন এই নিয়ে ভোটারদের পাশাপাশি জল্পনা কল্পনার শেষ নেই সাধারণ মানুষের মাঝেও। বিএনপি সমর্থীত কোন প্রার্থী প্রতিদন্ধিতায় না থাকলেও চেয়ারম্যান পদে নির্বাচনীয় মাঠে লড়ছেন আ’লীগ সমর্থীত ৪ প্রার্থী। তারা হলেন উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আমিন মহাজন ( চেয়ার), সাবেক বিআরডিবির চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সভাপতি ফরিদ উদ্দিন তালুকদার (বই), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান ( আম), শম্ভুপুর ইউনিয়ন আ’লীগ নেতা আবুল কাশেম হাওলাদার (তলোয়ার)।