ভোলা নিউজ ২৪ডটনেট ।। দীর্ঘ ১০ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গেছে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবি ছাত্রদল সভাপতি মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকীর নেতৃত্বে ছাত্রদলের ১০/১৫ জন মধুর ক্যান্টিনে যান।
মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পাশের টেবিলে ছাত্রদলের নেতাকর্মীরা বসেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের টেবিলের সামনে-পেছন থেকে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।
পরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরাম হোসেন বেলা সোয়া ১১টার দিকে মধুর ক্যান্টিনের দিকে গিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে স্লোগান দেওয়া শুরু করেন ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগ ‘ভুয়া ভুয়া’ বলে দুয়ো দিতে থাকে।
একপর্যায়ে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে স্লোগান না দিতে অনুরোধ করেন। এরপর দুই পক্ষ স্লোগান বন্ধ রাখে।
এরপর দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান মধুর ক্যান্টিনে যান।
প্রসঙ্গত, আগামী ১১ মার্চ দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহ-অবস্থান নিশ্চিতের দাবি উঠেছে। এরই মধ্যে মধুর ক্যান্টিনে গেলেন ছাত্রদল নেতারা।