ভোলা নিউজ ২৪ ডটনেট : প্রথমবারের মতো উড়ন্ত ট্যাক্সির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। সম্প্রতি দুবাইয়ে এই প্যাসেঞ্জার ড্রোনটি দুইজন যাত্রী নিয়ে আকাশে উড়াল দেয়।
ভলোকপ্টার নামের এই উড়ন্ত ট্যাক্সিটি আপাতত চালকবিহীন প্রযুক্তিতেই চলছে। জার্মানির তৈরি এই যানটি একবার চার্জ দিতে দুই ঘণ্টা সময় লাগে। একবারে সর্বোচ্চ ৩০ মিনিট আকাশে থাকতে সক্ষম ভলোকপ্টার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল।
আগামী বছর বাণিজ্যিকভাবে বাজারে আসতে পারে ভলোকপ্টার। তবে এর মূল্য এখনও জানা যায়নি।
উড়ন্ত ট্যাক্সি নির্মাণে বর্তমানে কাজ করছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে আছে এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসও। উবারও উড়ন্ত ট্যাক্সি সেবা দেওয়ার লক্ষ্যে নিজস্ব উড়ন্ত ট্যাক্সি তৈরিতে কাজ করছে।
২০২০ সালের মধ্যে উড়ন্ত ট্যাক্সি চালুর লক্ষ্যমাত্রাও রয়েছে উবারের। অন্যদিকে একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটও।