সোয়েব চৌধুরি,চরফ্যাশন প্রতিনিধি,ভোলা নিউজ২৪ডটনেট ।। ভোলার চরফ্যাসনে একটি মায়াবী হরিণ উদ্ধার করেছে স্থানীয় লোকজন
বুধবার বিকেল সাড়ে ৫টায় আসলামপুর ইউনিয়নের ঠেলাখালী ব্রিজ সংলগ্ন খালপাড় থেকে এ হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মনপুরার বনাঞ্চল থেকে মিষ্টি পানির সন্ধানে মেঘনা নদী পাড়ি দিয়ে হরিণটি চরফ্যাসনের আসলামপুরের লোকালয়ে চলে আসে। গ্রামের লোকজন হরিণটি দেখে ধাওয়া দিলে হরিণ পাশের খালে ঝাপ দেয়। খাল থেকে হরিণটি উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
চরফ্যাসন থানার ওসি ম. এনামুল হক জানান, সুস্থ হরিণটি সন্ধ্যায় চরফ্যাসন বন বিভাগের রেঞ্জারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চরফ্যাসন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, ধারনা করা হচ্ছে হরিণটি মনপুরা দ্বিপ থেকে মিষ্টি পানি পান করার জন্য লোকালয়ে চলে আসে, আমরা এ হরিণটিকে চরফ্যাসন বেতুয়া সংলগ্ন বনে অবমুক্ত করবো।
পরে সন্ধ্যা ৭টায় বন কর্মকর্তা খলিলুর রহমানসহ চরফ্যাসন থানাপুলিশ হরিণটি নিয়ে বেতুয়ায় অবমুক্ত করে।