চরফ্যাশনে ৮ জেলের জরিমানা, দুই ট্রলার জব্দ

0
5

ভোলা নিউজ২৪ডটকম।। নিষেধাজ্ঞা অমান‌্য করে ভোলার চরফ‌্যাশন উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে আট জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি ট্রলার ও ২০০ মিটার জাল জব্দ করা হয়।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের জরিমানা করেন ভ্রাম‌্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান।

চরফ‌্যাশন উপজেলার সিনিয়র মৎস‌্য কর্মকর্তা মারুফ হোসেন বলেন, নিষেধাজ্ঞার তৃতীয় দিনে ভোরে উপজেলার সামরাজ ও বেতুয়া এলাকার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান‌্য করে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম‌্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয়। এছাড়া জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। ট্রলারের বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা করেছে সরকার।

LEAVE A REPLY