চরফ্যাশন প্রতিনিধি ::ভোলার চরফ্যাশনের নীল কমল ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ৯নং ওয়ার্ডের দুই মেম্বার র্প্রাথীর সর্মতকদের মাঝে সংর্ঘষ হয়েছে। এ ঘটনায় মেম্বার র্প্রাথীসহ উভয় পক্ষের ১০জন আহত হয়েছে।
গতরাতে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীল কমল ইউনিয়নের বাংলা বাজার নামক স্থানে রাত ১২টায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। প্রচারনাকে কেন্দ্র করে নুর নবী লিখন এবং মোকছেদ আলম গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একে অপরের উপর হামলা করে। হামলায় মেম্বার প্রার্থী নুরনবী লিখন,তার স্ত্রী রিয়া বেগম,খলিল,আবু জাফর,আবুল কাশেম.ঝিলন,সুমন ও সোহাগসহ অন্তত ১০জন আহত হয়। আহতদের প্রথমে চরফ্যাশন হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে ২জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হেলমেট বাহিনী ও মটরসাইকেল শো-ডাউনে ভিতিকর পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে বলে জানান, দুলারহাট থানার ওসি মো: আনোয়ারুল হক। তিনি বলেন,বতর্মানে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন শান্ত ।
উল্লৈখ্য.আগামী ২৯ ডিসেম্বর চরফ্যাশনের তিনটি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন হবে।