ক্রিস গেইলের ঝড় তুলতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাব।গেইল ছাড়া পাঞ্জাব ৪২ রানে দুই ওপেনার উইকেট হারিয়ে ধীরে চলো নীতি অনুসরণ করছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত পাঞ্জাবেরসংগ্রহ ৭.৩ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ৬০ রান।গেইলের পরিবর্তে খেলানো হচ্ছে ডেভিড মিলারকে। চলতি আইপিএলের এক ম্যাচ খেলে বাদ পড়ে যান মিলার।
সোমবার দিল্লি ডেয়ারডেভিলসেরবিপক্ষে গেইলের পরিবর্তে খেলানো হয় দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারকে।
গেইলের অনুপস্থিতে ঝড় তুলতে ব্যর্থ পাঞ্জাব। টসে হেরেব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানে ওপেনার অ্যারন ফিঞ্চের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেও ব্যর্থ হন লোকেশ রাহুল।
দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক আগরওয়ালকে সঙ্গে নিয়ে ৩৬ রানের পার্টনারশিপ গড়তেই বিপদে পড়ে যান রাহুল। তার আগে ১৫ বলে ২৩ রান করে ফেরেন পাঞ্জাবেরওপেনার।চাপ সামলিয়ে উঠতে না উঠতেই ফের বিপদে পড়ে যান মায়াঙ্ক। তিনি ফেরেন ২১ রানে।