গরুও পাচ্ছে পরিচয়পত্র

0
421

ভোলা নিউজ ২৪ ডটনেট :ভারতে গরুকে শনাক্ত করার জন্য পরিচয়পত্র চালু করছে নরেন্দ্র মোদি সরকার। এখন থেকে জাতীয় পরিচয়পত্রের আদলে ইউনিক আইডেনটিটি কার্ড পাবে গরু। আর গরুর জন্য কার্ড তৈরিতে সরকার প্রথম পর্যায়ে ৫০ কোটি রুপি বরাদ্দ করেছে।

ভারতীয় নাগরিকদের জন্য এর আগে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হতো রেশন কার্ড ও প্যান কার্ড। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর চালু করে আধার কার্ড। পরিচয়ের প্রধান দলিলই হচ্ছে এই আধার কার্ড। এবার গরুর জন্যও কার্ড তৈরির উদ্যোগ নিয়েছে মোদি সরকার।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গরুর পরিচয়পত্র তৈরিতে প্রথম পর্যায়ে ৫০ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে এই কার্ড দেওয়া হবে চারকোটি গবাদিপশুকে। সেই কার্ডে আধার কার্ডের মতো প্রতিটি গবাদিপশুর পরিচয় থাকবে। অর্থাৎ, গবাদিপশুর উচ্চতা, লিঙ্গ, শারীরিক চিহ্ন ইত্যাদি।

ভারতের কৃষি মন্ত্রণালয় এই কার্ড বিতরণের ব্যবস্থা নিয়েছে। একেকটি কার্ডের খরচ পড়ছে ৮ থেকে ১০ রুপি। গবাদিপশুর এই কার্ডের নাম দেওয়া হয়েছে ‘পশু সঞ্জীবনী’।

LEAVE A REPLY