ভোলা নিউজ ২৪ ডটনেট : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তাঁর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় লিখে দিয়েছে সরকার, যার প্রস্তুতি নিতেই সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
বিএনপি নেতা বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট মামলার রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে প্রায় এক হাজার ২০০-এর কাছাকাছি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় রিজভী বলেন, ‘ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেল কোথায়? অবিলম্বে সোহেলের খোঁজ দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সব সংস্থার প্রতি আহ্বান রইল। কোথায় আছে সোহেল?’
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন বিশেষ আদালতের জজ ড. আখতারুজ্জামান। এ মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ রায়ের দিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ঢাকায় ‘দাঁড়িয়ে বা বসে’ মিছিল নিষিদ্ধ করেছেন।